আশুলিয়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম নবী উল্লাহ’কে গার্ড অব অনার প্রদান ||rajshahirdorpon24
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি :
সাভারের আশুলিয়ার বীর মুক্তিযোদ্ধা নবী উল্লাহ মন্ডল (৭২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় নিজ বাড়িতে বাধ্যকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
পরে তাকে পাড়াগ্রাম কেন্দ্রীয় কবর স্থানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করে জানাযা শেষে দাফন করা হয়।
জানা যায়, এসময় আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান পিন্স, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, ইউপি সদস্য রুহুল আমিন মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা নবী উল্লাহ মন্ডলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
No comments