Header Ads

  • সর্বশেষ খবর

    গোবিন্দগঞ্জ গৃহবধূর রহস্যজনক মৃত্যু ||rajshahirdorpon24

     


    মোঃআতোয়ার রহমান, গাইবান্ধা প্রতিনিধি :

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌর এলাকার চক গোবিন্দ (চাষকপাড়ায়) এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত গৃহবধূ ওই পাড়ার আইজার রহমানের ছেলে ফুল মিয়ার স্ত্রী জাকিয়া। ঘরে বিছানার ওপর সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে থানায় এনেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।


    বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে পরিবারের লোকজন জাকিয়াকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় উপস্থিত এলাকাবাসীর মাধ্যমে গোবিন্দগঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের এস.আই মামুনুর রশিদ ও মিজানুর রহমান। এসময় সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ফাঁস থেকে নামিয়ে থানায় আনা হয়।


    জানা যায়, স্বামী ফুল মিয়ার সাথে উপজেলার রাজহার ইউনিয়নের মিসকিন চাপর গ্রামের জিয়াউর রহমানের মেয়ে জাকিয়ার (২৫) বিয়ে হয় প্রায় ৫ বছর আগে। দাম্পত্য জীবনে তাদের তিন বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। ফুল মিয়া ট্রাক্টরে শ্রমিক হিসেবে কাজ করত। অভাব-অনটনের সংসারে জাকিয়া এর আগে গার্মেন্টেসে চাকরি করত। বেশ কিছুদিন করোনার কারণে স্বামীর বাড়িতেই অবস্থান করতে থাকে।


    প্রতিবেশিরা জানায় জাকিয়ার আবারো গার্মেন্টেসে চাকরির জন্য ঢাকায় যাওয়ার কথা ছিল। স্বামী স্ত্রী একসাথে ঢাকায় যাওয়ার কথা। তবে স্বামীর নামে বিভিন্ন মামলা চলমান থাকায় সেগুলোতে হাজিরা দিতে না পারলে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার ভয়ে স্বামী যেতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্য চলছিল।


    ঘটনাস্থলে উপস্থিত পরিবারের সদস্যরা কেউ কথা বলতে রাজি হননি। মেয়ের মা উপস্থিত রয়েছে জানা গেলেও তাকে দেখা যায়নি।


    এদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝুলন্ত মরদেহের অবস্থা দেখে লোকজনের মনে গুঞ্জন উঠেছে। তারা বলছে এটি হত্যা না আত্মহত্যা? সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি জানিয়েছে সচেতন মহল।


    গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি শেষ। কোনো অভিযোগ জমা হয়েছে কি-না প্রসঙ্গে জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728