Header Ads

  • সর্বশেষ খবর

    সাভারে এনাম মেডিক্যাল কলেজের ইন্টার্ন ডক্টরদের রিসেপসন প্রোগ্রাম অনুষ্ঠিত ||rajshahirdorpon24

     


    মো শান্ত খান সাভার 

    সাভারে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ইন্টার্ন ডক্টরদের রিসেপসন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।  আজ সাভারের পার্বতীনগর এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এ রিসেপসন প্রোগ্রাম-২০২০ অনুষ্ঠিত হয়। এতে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ১৫০ জন ইন্টার্ন ডক্টর অংশ গ্রহণ করেন।


    অনুষ্ঠানের শুরুতে সকল ইন্টার্ন ডক্টরদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে এসময় ডা.আহসান হাবিব রাফি, ডা.মেহেদী হাসান সজিব, ডা.প্রসেনজিৎ সুত্রধর, ডা.রাসিহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


    অনুষ্ঠানটি স্কয়ার ফামার্সিউটিক্যালস লিমিটেডের মেডিক্যাল সার্ভিসেস ডিপার্টমেন্ট আয়োজন করেন।


    উল্লেখ্য, এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের চেয়ারম্যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। এখানে দেশী বিদেশীসহ কয়েক হাজার মেডিক্যাল শিক্ষার্থী রয়েছেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728