আশুলিয়ায় নারীর মাথা বিহীন মরদেহ উদ্ধার!||rajshahirdorpon24
![]() |
আশুলিয়ায় নারীর মাথা বিহীন মরদেহ উদ্ধার! |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি :
সাভারের আশুলিয়া থেকে অজ্ঞাত (৩৩) নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ ডিসেম্বর) রাতে আশুলিয়ার নিরিবিলি এলাকার একটি নির্জন জায়গা থেকে তার এই মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাতে নিরিবিলি এলাকার ওই নির্জন স্থানে অজ্ঞাত এক নারীর লাশ দেখতে পেয়ে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। পুলিশের ধারণা গত তিন দিন আগে অজ্ঞাত ওই নারীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে লাশ গুম করার জন্য নিরিবিলি এলাকার নির্জন জায়গায় ফেলে যায় দুর্বৃওরা। এঘটনায় এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
এবিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন,অজ্ঞাত ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
No comments