সারাদেশে দখলকৃত খাস জমি উদ্ধার করা হবে: সাভারে ভূমি সচিব ||rajshahirdorpon24
মো শান্ত খান সাভার :
সারাদেশে দখলকৃত খাস জমি উদ্ধার করতে কঠোর আইন করা হচ্ছে আইন অনুমোদন হয়ে গেলে সকল দখলকৃত খাস জমি উদ্ধার করা হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী। সাভারের সিএনবি এলাকায় ওটিআই ট্রেনিং সেন্টারে ক্যাডারভুক্ত (প্রশাসন পুলিশ বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কর্মকর্তাদের ১২৪ তম সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী এসময় আরও বলেন, এক শ্রেণীর প্রতারক মানুষরা অনেক দিন ধরে খাস জমি দখল করে রেখেছে। সেগুলো আইন বাস্তবায়ন হয়ে গেলেই উদ্ধার করা শুরু হবে। আগামী বছরের জুন থেকে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা সারা দেশে শুরু হবে বলেও জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ভূমি সচিব সকল কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক তসলীমুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
No comments