আশুলিয়ায় যুব ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করলো গ্লোবাল আইটি ইন্সটিটিউট ||rajshahirdorpon24
মো শান্ত খান, সাভার প্রতিনিধি:
সবাই মিলে করবো কাজ, বেকার মুক্ত গড়বো সমাজ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে সাভারের আশুলিয়ায় বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে যুুব ফ্রিল্যান্সারদের সংবর্ধনা, মাস্ক বিতরণ ও বেসিক কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে বেপজা স্কুল এন্ড কলেজ সংলগ্ন বাইপাইল নতুনপাড়া এলাকায় গ্লোবাল আইটি ইন্সটিটিউটের উদ্যোগে জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গ্লোবাল আইটি ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক মো. জাকারিয়া আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করে ফ্রিল্যান্সারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউটের পরিচালক ড. মোরশেদ উদ্দিন আহমেদ, সাবেক পরিচালক মো. আল-আমিন চৌধুরী, সহকারী পরিচালক ড. মো. শহীদুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম কামরুজ্জামান পিপিএম, এস.বি.নিটিং কারখানার এডমিন ম্যানেজার মো. সিহাব উদ্দিন, বেপজার সহকারী সচিব মো. মফিজুল হক, এপিবিএন এর সাব-ইন্সপেক্টর মো. টিপু সুলতান প্রমুখ।
এবার ৩ মাস মেয়াদে ফ্রিল্যান্সিং ও আউট সোর্সিং প্রশিক্ষণ কোর্সে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
No comments