সাভারে অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী নিহত ||rajshahirdorpon24
সাভারে অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী নিহত |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি :
সাভারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৫০) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২১ ডিসেম্বর) গভীর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাসষ্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে সাভার থেকে পঞ্চাশ বছরের অজ্ঞাত ওই ব্যক্তি মোটরসাইকেল যোগে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে হেমায়েতপুর যাচ্ছিলেন। এসময় উলাইল এলাকায় তার মোটরসাইকেল পৌছলে পিছন থেকে ছেড়ে আসা অজ্ঞাত একটি দ্রুত গতির গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হয়। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা।
No comments