তানোরে সাংবাদিক মিজান প্রহৃত ||rajshahirdorpon24
তানোরে সাংবাদিক মিজান প্রহৃত |
তানোর(রাজশাহী)প্রতিনিধি
রাজশাহীর তানোরে অজ্ঞাতনামা একদল দুস্কৃতকারী সাংবাদিক মিজানুর রহমান মিজানকে প্রহৃত করে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে,২১ ডিসেম্বর সোমবার রাতে তানোর পৌর সদরের গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে এই ঘটনা ঘটেছে। তবে হামলার কারণ ও হামলাকারিদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে তানোর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ওয়াইফাই( ইন্টারনেট) সংযোগ উদ্বোধনী অনুষ্ঠান চলছিল। এ সময় সাংবাদিক মিজানের চিৎকার শুনে স্থানীয় পথচারীরা সাংবাদিক মিজানকে উদ্ধার করেন। তবে তারা যাবার আগেই অজ্ঞাতনামা এসব যুবকরা দৌড়ে পালিয় যায়। ফলে তাদের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে সাংবাদিক মিজানকে প্রহারের খবর ছড়িয়ে পড়লে উপজেলার কর্মরত সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃস্টি হয়েছে।
No comments