Header Ads

  • সর্বশেষ খবর

    দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে সাংবাদিক মোঃ শান্ত খান ||rajshahirdorpon24

     

    দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে  সাংবাদিক মোঃ শান্ত খান 


    নিউজ ডেস্ক:

    ২০২০ইং প্রায় শেষের দিকে। নতুন বছর হিসেবে যুক্ত হতে যাচ্ছে ২০২১ ইং।চারদিকে শুরু হয়েছে আনন্দ উল্লাস। তারি ধারা বাহিকতায় দেশ বিদেশের সর্বস্তরের সকল জনগণকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন,লায়ন বাংলানিউজ, রাজশাহী দর্পণ,  বার্তা মেলা, সাভার প্রতিনিধি  সাংবাদিক  মোঃ শান্ত খান। 


    মোঃ শান্ত খান এক শুভেচ্ছা বার্তায় জানান,


    ““বছর শেষে স্মৃতি গুলো বললো ভালোবেসে


    একটি বছর পেরিয়ে গেলো করোনার দেশে,


    নতুন বছর আসছে ওকে কাছে থেকে দেখো


    আমি আর ফিরে আসবো নাকো আমায় মনে রেখো,


    তবু যদি ভীষণ ভাবে পড়ে মনে আমায় ডাক দিও


    কল্পনাতে আসবো তোমার হৃদয়ের আঙিনায়,


    ভালো থেকো সুখে থেকো এটাই সবসময় চাই


    নতুন বছর দিয়ে গেলাম তোমার জীবনের পাতায়”” হ্যাপি নিউ ইয়ার। 


    পোড়নো বছরের সব দুঃখ কষ্ট ভুলে বর্তমানে সামনের দিন গুলো সুন্দর ভাবে গড়ে তুলতে জীবনের সাথে প্রয়োজনে যুদ্ধ করো। জীবন যোদ্ধে কখনো পীছপা হবে না। ইংরেজি ২০২১ ইং সনের দিন গুলো যেন সবার ভালো ভাবে কাটে সেই ব্যবস্থা করতে হবে । পাশাপাশি দেশ বিদেশের সবাইকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728