আড়ানি পৌর নির্বাচন ঃ মেয়রপদে ৭জনসহ মনোনয়নপত্র উত্তোলন ৪৯ জনের,দাখিল করেছেন ১২জন। ||Rajshahirdorpon24
ফাইল ফটো |
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর আড়ানী পৌরসভা নির্বাচন সামনে রেখে মেয়রপদে ৭জনসহ ৪৯জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। বৃহস্পতিবার (১৭-১২-২০) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন, সংরক্ষিত আসনে নারি কাউন্সিলর পদে ১০ জনের মধ্যে ৩জন।
এরা হলেন- হাসনা হেনা বেগম,(সংরক্ষিত আসন ১),মোসাঃ মুক্তি খাতুন, (সংরক্ষিত আসন ২), সবুর (সংরক্ষিত আসন ৩)। সাধারন কাউন্সিলর পদে ৩২ জনের মধ্যে ৯জন। এরা হলেন-রেজাউল করিম (ওয়ার্ড-১), জিল্লুর রহমান সর্দার ও নওশাদ সর্দার (ওয়ার্ড-২),আব্দুর আওয়াল (ওয়ার্ড-৩),আব্দুল হাকিম (ওয়ার্ড-৫), রায়হান কবির (ওয়ার্ড-৬), মামুন উদ্দীন (ওয়ার্ড-৭), সাইফুল ইসলাম (ওয়ার্ড-৮) ও আশরাফ আলী (ওয়ার্ড-৯)। নিজেদের সমর্থিত লোকজন নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন তারা। সোমবার পর্যন্ত মেয়র পদে কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি।
মেয়র পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন,আওয়ামীলীগ দলীয় ৪জন। এরা হলেন- বর্তমান মেয়র মুক্তার আলী, পৌর আ’লীগের সভাপতি সাহীদুজ্জামান সাহীদ, পৌর আ’লীগের সাধারন সম্পাদক মতিউর রহমান,আড়ানি পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহম্মেদ বাপ্পি।
মেয়র পদে বিএনপি দলীয় ৩জন। এরা হলেন- ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, সাবেক পৌর প্রশাসক ও সাবেক মেয়র নজরুল ইসলাম ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সুজাত আহম্মেদ তুফান।
উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম জানান, মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র যাছাই-বাছাই ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৩০ ডিসেম্বর। ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানয়ারী। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৮৮৪। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮৭৮ ও নারী ভোটার ৭ হাজার ১০৬।
No comments