Header Ads

  • সর্বশেষ খবর

    পাঁচশ ত্রাণ গুদাম তৈরি করা হবে: ডা. এনাম ||rajshahirdorpon24

     


    মো শান্ত খান সাভার :

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, সারাদেশে পাঁচশ ত্রাণ গুদাম তৈরি করা হবে। এর ফলে যে কোনো দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা ও ক্যাপাসিটি বৃদ্ধি পাবে। তাৎক্ষণিকভাবে যে কোন দুর্যোগে দ্রুত ত্রাণ পৌঁছানো সম্ভব হবে ।


    আজ  রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত 'ইমার্জেন্সি অপারেশনাল ড্যাশবোর্ড'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে যে কোনো দুর্যোগ পূর্ববর্তী অবস্থার প্রস্তুতির যেমন একটা সার্বিক চিত্র পাওয়া যাবে, তেমনই যে কোন দুর্যোগ পরবর্তী পরিস্থিতিতে জরুরি ত্রাণ ও অন্যান্য সেবা সম্পর্কিত কাজও সম্পাদন করা সম্ভব হবে। যে কোনো আসন্ন দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা ও পরিকল্পনা করা এবং ঠিক সময়মতো জরুরি ত্রাণ সেবা কার্যকর ও নিশ্চিত করতে এই অ্যাপটি সহায়ক হবে।


    ডা. এনাম বলেন, এই অনলাইন ড্যাশবোর্ডের জন্য দেশের ইউনিয়ন ও উপজেলা থেকে তথ্য সংগ্রহ করা হবে । তথ্যগুলো উপস্থাপন করা হবে মূলতঃ ম্যাপ, গ্রাফ এবং সারণী আকারে। এই ডাটাবেজে ভৌগলিক অবস্থান অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলের দুর্যোগ সংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকবে। এসবব তথ্যের মধ্যে আছে কোন নির্দিষ্ট অঞ্চলের জনসংখ্যা, দুর্যোগ কবলিত জনগোষ্ঠী, দুর্যোগে ক্ষয়-ক্ষতির পরিমাণ, ত্রাণ চাহিদা ও বরাদ্দ, ত্রাণ বিতরণ ও মজুদ, এই সকল কাজের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, ক্ষতিগ্রস্তদের খুঁজে বের করা ও উদ্ধার, জরুরী পরিবহন এবং আশ্রয় কেন্দ্র সংক্রান্ত বিষয়।



    তিনি জানান, বিগত বছরগুলোতে ঘটে যাওয়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন: বন্যা, জলোচ্ছ্বাস, সাইক্লোন, ভূমিধস ইত্যাদির পাশাপাশি মানব সৃষ্ট বিভিন্ন দুর্যোগ যেমন: অগ্নিকাণ্ড ও অগ্নিসংযোগ, ভবন ধস এবং শিল্প কারখানায় ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড সংক্রান্ত সকল তথ্য এর মধ্যে অন্তর্ভুক্ত করা হবে।



    ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবেলায় সহায়ক উপকরণগুলো সম্পর্কে সঠিক তথ্য জানা থাকলে দুর্যোগের মুহূর্তে দ্রুত সহায়তা পাঠানো সম্ভব হয়। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় তথ্য পাওয়ার যে ঘাটতি তা মেটাতে 'ইমার্জেন্সি অপারেশনাল ড্যাশবোর্ড' কার্যকর ভূমিকা রাখবে। এর ফলে জরুরি অবস্থায় ত্রাণ ও অন্যান্য সেবা বিতরণে সহায়ক ভূমিকা রাখবে এই ড্যাশবোর্ড।


    দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীন এবং ডব্লিউএফপি'র প্রতিনিধি রিচার্ড রাগান।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728