তানোরে প্রাক বড়দিন উদযাপন ||rajshahirdorpon24
তানোর(রাজশাহী)প্রতিনিধি
রাজশাহীর তানোরে যীশু খ্রীস্টের জন্ম-আগমণ উপলক্ষে প্রাক বড় দিন উদযাপন করা হয়েছে। জানা গেছে, ১৮ ডিসেম্বর শুক্রবার তালন্দ ইউপির কালনা ব্যাপিস্ট চার্চ চত্ত্বরে
সুশিল কিস্কু সঞ্চালয় ও কান্তি সরেন পালকের সভাপতিত্বে আয়োজিত আলোচনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, মোর্শেদুল মোমেনিন রিয়াদ,জাহাঙ্গীর আলম, মাহাবুর রহমান মাহাম,শাফিউল ইসলাম ও মাসুরানা প্রমুখ।
এদিকে অনুষ্ঠান সফল করার জন্য ব্যাপিস্ট
চার্চ কমিটিকে স্থানীয় সাংসদের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন ও গির্জা চত্ত্বরে সাবমার্শিবুল পাম্প স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন।
No comments