পৌরবাসীর দাবির মুখে স্বতন্ত্র প্রার্থী হলেন মেয়র মজিদ ||rajshahirdorpon24
আলিফ হোসেন,তানোর:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকন হাট পৌরসভার দলমত নির্বিশেষ সকল শ্রেণী-পেশার মানুষের দাবির মুখে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হলেন কাঁকন হাটের উন্নয়নের রুপকার ও পৌর আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব আব্দুল মজিদ। এদিকে জানা গেছে, আগামী ১৬ জানুয়ারী কাঁকনহাট পৌরসভা নির্বাচন তিনি সতন্ত্র প্রার্থী হিসেবে ২০ ডিসেম্বর রোববার গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে তার মনোনয়নপত্র জমা দেয়ার খবর ছড়িয়ে পড়লে কাঁকন হাট পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃস্টি হয়েছে বিরাজ করছে উৎসবের আমেজ। এছাড়াও নেতাকর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে আনন্দ মিছিল এবং মিস্টি বিতরণ করেছেন। এসময় পৌরবাসী বলেন, তারা আওয়ামী লীগ- বিএনপি বোঝেন না তারা শুধু একটাই বোঝেন মজিদকে পুনঃরায় মেয়র হিসেবে দেখতে পাওয়া।কারণ মজিদের বিকল্প নেতৃত্ব কখানোই কাঁকন হাটের মানুষ মেনে নিবেন না, হতে দিবেন না।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় সহস্রাধিক মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে যান। এসময়ে তাঁর সঙ্গে ছিলেন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান বকুল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সভাপতি সারওয়ার মুর্শেদ রুবেল, পৌর কৃষকলীগ সভাপতি কল্লোল হোসেন, কাঁকনহাট পৌর প্যানেল মেয়র মোজাহার আলী, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাদেকুল সেলিম ও শিক্ষক হাফেজ কামাল হোসেনসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।তারা কাঁকনহাট পৌরসভা থেকে মোটরসাইকেল র্যালি করে গোদাগাড়ী উপজেলায় পৌঁছান। এসময়ে গোদাগাড়ীতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। মনোনয়ন ফরম জমা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ২০০২ সালে এই কাঁকনহাট পৌরসভা প্রতিষ্ঠার সময় থেকে তিনি মেয়র হিসেবে আছেন। জনগণ তাঁকে বার বার বিপুল পরিমান ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। এর সুবাদে তিনি জনগণের সেবা প্রদান করে যাচ্ছেন। দল মনোনয়ন কেন দেয়নি তিনি তা আজও জানেন না। তবে কাঁকনহাটবাসী এবং কাঁকনহাট পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী তাঁর সাথে আছেন। আগামীতেও থাকবেন বলে জানান তিনি।
তিনি আরো বলেন, তাঁর দৃঢ় নেতৃত্বে কাঁকনহাটে নেই কোন প্রকার রাজনৈতিক দন্দ। নেই ধর্মীয় সংঘাত ও মাদকের ছোবল। তিনি সবাইকে একটি পরিবারের ন্যায় মনে করে পৌরসভা পরিচালনা করছেন বলে জানান তিনি। এই নির্বাচনে দলমত নির্বিশেষে আবারও তঁাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করে সেবা করার সুযোগ দেওয়ার অনুরোধ করেন মেয়র।
এদিকে কাঁকনহাট পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন,কাঁকনহাট পৌর আওয়ামী লীগ, অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মী ও আওয়ামী লীগের সমর্থকগণ সবাই মেয়র মজিদের পক্ষে রয়েছেন। তারা বহিরাগত কারো সঙ্গে থাকবেন না। কারন এই কাঁকনহাটে আওয়ামী লীগের জন্ম দিয়েছেন মেয়র মজিদ। নির্বাচনে তারা কেউ অন্য কোন ব্যক্তির পক্ষে কাজ করবেন না বলে সাফ জানান তিনি।
তিনি আরো বলেন, মেয়র মজিদ কাঁকনহাট পৌরসভাকে “ক” শ্রেণীর নগর অঞ্চলে উন্নিত করেছেন। এখানে নাগরিক সেবার মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য সেবাগুলোর মধ্যে অন্যতম সেবাগুলো হলো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আরবান ড্রেনেজ এর উন্নয়ন, সুপেয় পানি সরবরাহ নিশ্চিতকরণ, সড়ক বাতি দ্বারা পৌর এলাকা আলোকিত করণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, গোরস্থান ও শ্বসানঘাট ইত্যাদির উন্নয়ন, পুকুর ঘাট নির্মাণ, প্রটেকশান ওয়াল নির্মাণ, হাট বাজার ও মার্কেট উন্নয়ন করেছেন।
এদিকে কৃষকলীগের সভাপতি কল্লোল, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি সাইফুর রহমান বকুলসহ অন্যান্য ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ অন্যান্য নেতাকর্মী বলেন, কাঁকনহাট পৌরসভার উন্নয়নের রুপকার হচ্ছেন মেয়র আব্দুল মজিদ। তিনি এই কয়েক বছরে পৌরসভাকে অনেকাংশে শহরে পরিণত করেছেন। সার্বক্ষণিক দিনের আলোর ন্যায় পৌরসভা ঝকঝক করে। নেই কোন প্রকার জলাবদ্ধতা। হয়েছে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন। শুধু তাই নয় ক্রীড়াতেও তিনি সমান্তরালভাবে সহযোগিতা করায় কাঁকনহাটে ক্রীড়াতে অভুতপূর্ব উন্নয়ন ঘটেছে।
No comments