সাভারে বাড়ি থেকে ডেকে নিয়ে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা ||rajshahirdorpon24
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি :
সাভারে পূর্ব শক্রুতার জের ধরে বাড়ি থেকে ডেকে নিয়ে ইমরান হোসেন (৩৫) নামের এক অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে হত্যা করেছে রমজান নামের এক যুবক। শনিবার (১৯ ডিসেম্বর) রাতে সাভারের ভাকুর্তা সোলাইমার্কেট উত্তর কেরানীগঞ্জ সংলগ্ন একটি রাস্তার উপর এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে সাভারের কান্দি ভাকুর্তার আক্কেল আলীর ছেলে ইমরান হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে সোলাইমার্কেট কেরানীগঞ্জ সংলগ্ন একটি রাস্তার মধ্যে নিয়ে এলোপাথারী ভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হত্যাকারী রমজান। পরে স্থানীয়রা তার চিৎকারে এগিয়ে এসে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহত ওই ব্যক্তির মৃত্যুতে ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
অন্যদিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার একটি বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় ১৯ বছরের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
No comments