আড়ানি পৌর নির্বাচন ঃ মেয়রপদে ৬জনসহ ৪৭ জনের মনোনয়নপত্র উত্তোলন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর আড়ানী পৌরসভা নির্বাচন সামনে রেখে মেয়রপদে ৬জনসহ ৪৭জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এর মধ্যে মেয়র পদে আওয়ামীলীগ দলীয় ৩জন,বিএনপির ৩জন সহ সংরক্ষিত নারী আসনে কাউন্সিলর পদে ১০ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন। রোববার (১৩-১২-২০) পর্যন্ত ওই মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে বলে নির্বাচন অফিস সুত্রে জানা গেছে। নিজেদের সমর্থিত লোকজন নিয়ে মনোনয়নপত্র উত্তোলন করেন তারা।
এদের মধ্যে রোববার (১৩-১২-২০) মেয়রপদে মনোনয়নপত্র উত্তোলন করেন. বর্তমান মেয়র মুক্তার আলী। তার সাথে ছিলেন,৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আজিবর রহমান,সেক্রেটারি মুক্তার আলী,৭ নম্বর ওয়াডের্র সভাপতি আব্দুল লতিফ, সেক্রেটারি সোহেল প্রামানিক,৮ নম্বর ওয়াডের্র সভাপতি সাজদার রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহেমেদ,মোজাম্মেল হক, মাজদার রহমান, জাহানদার হোসেন, কলেজ শিক্ষক রামগোপাল সাহা প্রমুখ। এছাড়াও পৌর আ’লীগের সভাপতি সাহীদুজ্জামান সাহীদও মেয়র পদে মনোনয়ন উত্তোলন করেছেন। এর আগে মেয়র পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন আড়ানি পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহম্মেদ বাপ্পি।
অপর দিকে রোববার বিএনপি থেকে মেয়র পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন গত নির্বাচনে বিএনপি দলীয় পরাজিত প্রার্থী তোজাম্মেল হক। তার সাথে ছিলেন-উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু,সদস্য সচিব আশরাফ আলী মলিন,সদস্য সাইফুল ইসলাম, মাসুদ করিম টিপু, কামাল হোসেন,তফিকুল ইসলাম,আড়ানি পৌর বিএনপির সদস্য সচিব রবিউল ইসলাম,১ নম্বর ওয়াডের্র সভাপতি বাবুল হোসেন,সেক্রেটারি আলান আলী, ২ নম্বর ওয়াডের্র সেক্রেটারি জিয়াউল হক,৫ নম্বর ওয়াডের্র সভাপতি আলতাফ হোসেন,সেক্রেটারি সেলিম হোসেন, পৌর যুব দলের নেতা মিলন প্রমুখ। এর আগে সাবেক পৌর প্রশাসক ও সাবেক মেয়র নজরুল ইসলাম ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সুজাত আহম্মেদ তুফান,মেয়র পদে মেনানয়নপত্র উত্তোলন করেছেন।
উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম জানান, মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র যাছাই-বাছাই ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৩০ ডিসেম্বর। ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানয়ারী। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৮৮৪। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮৭৮ ও নারী ভোটার ৭ হাজার ১০৬।##
No comments