নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ গ্রহনযোগ্য করতে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন! ------ পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম ||rajshahirdorpon24
গাইবান্ধা, প্রতিনিধি :
গাইবান্ধা জেলার পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম বলেছেন- দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিত হচ্ছে পলাশবাড়ী পৌর সভা নির্বাচন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর পৌর সভার ভোট অনুষ্ঠিত হবে।
আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ গকরতে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হবে। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপুর্ন ভোট কেন্দ্র বিবেচনায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।
এছাড়াও মোবাইল টিম ও কুইক সার্ভিস টিম সর্বদা প্রস্তুত থাকবে।নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে মাঠে থাকবে বিপুল পরিমান আইনশৃঙ্খলা বাহিনী। পৌর সভার ১৬ টি ভোট কেন্দ্রের সব কয়টিকে অধিক গুরুত্বপূর্ণ বিবেচনায় রাখা হয়েছে।
তিনি আরো বলেন নির্বাচন নিয়ে কেউ কোন বিশৃঙ্খলা নাশকতার চেষ্টা করলে পুলিশ তা কঠোর হস্তে দমন করবে।
২৪ টি গ্রামের ৯ টি ওয়ার্ডের ১৬ টি ভোট কেন্দ্রে মোট ভোটার ৩১ হাজার ৬শ ২ জন।এরমধ্যে নারী ভোটার ১৬ হাজার ২শ ৬৮ পুরুষ ১৫ হাজার ৩শ ৩৪ জন। মেয়র পদে ৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিল প্রার্থী ২২ জন ও সাধারণ কাউন্সিলর প্রার্থী ৮৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
No comments