Header Ads

  • সর্বশেষ খবর

    ঘনকুয়াশায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ||rajshahirdorpon24

     


    নিউজ ডেস্ক:

    লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শিমুলতলায় বাসের ধাক্কায় জয়নুল আবেদীন পঁচা (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।


    রোববার (২৭ ডিসেম্বর) সকল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিমুলতলায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।


    নিহত মোটরসাইকেল আরোহী জয়নুল আবেদীন মহেন্দ্র নগর ইউনিয়নের বৈরাগীকোমর এলাকার মৃত আহমদ আলী ছেলে।


    পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৭ ডিসেম্বর) সকল সাড়ে ৮টার দিকে ঘন কুয়াশায় থাকার কারণে ঢাকা থেকে লালমনিরহাট আসার সময় হানিফ পরিবহন নামের একটি বাসের ধাক্কা লাগে মোটরসাইকেলটির সঙ্গে। এতে দুর্ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। এ সময় এক পথচারীসহ মোটরসাইকেলে থাকা অপর দুইজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


    এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


    তিনি জানান, হানিফ পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728