Header Ads

  • সর্বশেষ খবর

    আড়ানী পৌর নির্বাচন, দুই মেয়র প্রার্থীসহ ৩৭ প্রার্থীর মনোনয়ন পত্র উত্তোলন ||rajshahirdorpon24

     

    আড়ানী পৌর নির্বাচন, দুই মেয়র প্রার্থীসহ ৩৭ প্রার্থীর মনোনয়ন পত্র উত্তোলন 

    বাঘা (রাজশাহী)প্রতিনিধি ঃ    

    রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর নির্বাচন সামনে রেখে মেয়র পদে ২ জন সহ সাধারণ ও সংরক্ষিত আসনে ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। বুধবার (৯ডিসেম্বর) পর্যন্ত  এই মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে বলে নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।


     মেয়র পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন সাবেক মেয়র ও আড়ানী পৌর বিএনপির সাবেক সভাপতি শিক্ষক নজরুল ইসলাম, আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহম্মেদ বাপ্পি। সংরক্ষিত আসনের (নারি) কাউন্সিলর পদে ১০ জন ও সাধারন কাউন্সিলর পদে ২৭ জন প্রার্থী মনোনয়ণপত্র উত্তোলন করেছেন। নিজেদের সমর্থিত দলীয় লোকজন নিয়ে মনোনয়নপত্র উত্তোলন করেন তারা। 


     বুধবার মনোনয়নপত্র উত্তোলনকালে নজরুলের সাথে ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, আড়ানী পৌর বিএনপির আহবায়ক জাহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবদুল খালেক,  বাউসা ইউনিয়ন কমিটির সাবেক সভাপতি আনোয়ার হোসেন পলাশ, সাবেক সাধারণ সম্পাদক একাব উদ্দিন মাষ্টার, আড়ানী ইউনিয়ন কমিটির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান প্রভাষক নাসির উদ্দিন, বাজুবাঘা ইউনিয়ন কমিটির সাবেক সভাপতি নজরুল ইসলাম মাষ্টার ও সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মনিগ্রাম ইউনিয়ন কমিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, পাকুড়িয়া ইউনিয়ন কমিটির সাবেক সভাপতি আবদুর রউফ, গড়গড়ি ইউনিয়ন কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইমদাদুল হক, মনিগ্রাম ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, বাঘা পৌর বিএনপির সাবেক সভাপতি কামাল হোসেন, সাবেক সাধারন সম্পাদক তফিকুল ইসলাম তফি, জাতীয়তাবাদী সংগ্রামী দলের কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবদুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।  এর আগের দিন মনোনয়নপত্র উত্তোলন করেছেন রিবন আহম্মেদ বাপ্পি। 


     উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম জানান, মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র যাছাই-বাছাই ২২ ডিসেম্বর, প্রার্থীতা  প্রত্যাহার ২৯ ডিসেম্বর প্রতীক বরাদ্দ ৩০ ডিসেম্বর।  নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানয়ারী । পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৮৮৪। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮৭৮ ও নারী ভোটার ৭ হাজার ১০৬।##


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728