Header Ads

  • সর্বশেষ খবর

    চলে গেলেন বাঘার সুনামধন্য শিক্ষক গিরীন্দ্রনাথ পান্ডে ||rajshahirdorpon24

     

    চলে গেলেন বাঘার সুনামধন্য শিক্ষক গিরীন্দ্রনাথ পান্ডে 

    বাঘা (রাজশাহী) প্রতিনিধি,

    বাঘার সুনামধন্য আদর্শ প্রধান শিক্ষক গিরীন্দ্রনাথ পান্ডে ৮৮ বছর বয়সে পরলোক গমন করেছেন। সোমবার (০৭-১২-২০) বিকেল সোয়া ৪টায় দাহ না করে নিজ বাড়ির প্রাঙ্গনে সমাধি করা হয়। 


    একইদিন সোয়া ৮টায় বার্ধক্যজনিত কারনে বাঘা পৌরসভার নারায়নপুর গ্রামের নিজ বাসভবনে পরলোক গমন করেণ। মৃত্যুকালে এক মাত্র ছেলে ও ৪ মেয়ে ছাড়াও হাতে গড়া অসংখ্য ছাত্র ও গুনাগ্রাহী রেখে গেছেন। দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত  বাঘা মডেল  উচ্চ বিদ্যালয়  প্রাঙ্গনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, বাঘা পৌর সভার মেয়র আব্দুর রাজ্জাক, প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু ও কাউন্সিলরা, হিন্দু বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতা সুজিত কুমার বাকু,অপূর্ব সাহা,উপজেলার পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীনের পক্ষে সুরুজ্জামান, বিদ্যালয়ের  সহকারি প্রধান শিক্ষক বাবুল ইসলাম ও সহকর্মীরা।


     স্মৃতিচারণ করে বক্তব্য দেন, প্রয়াত শিক্ষকের মেয়ে গৌর প্রিয়া, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রয়াত শিক্ষকের ছাত্র  আব্দুল মোকাদ্দেস,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি,সহকারি শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন,প্রভাষক আবু বকর সিদ্দিক, প্রধান শিক্ষক- নজরুল ইসলাম,বাবুল ইসলাম,বজলুর রহমান, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা,সাংবাদিক আখতার রহমান, শাহদৌলা সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক সাদেকুর রহমান, বিশিষ্ট ঠিকাদার মইদুল ইসলাম, সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিলটন। এছাড়াও ভিডিও কলে ¯স্মৃতিচারণ করে কথা বলেন, মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের উপসচিব রথীন্দ্রনাথ দত্ত, বিমান বাহিনীর পরিচালক এয়ার কমান্ডার আফজাল হোসেন।  প্রয়াত শিক্ষকের এসব ছাত্ররা  বলেন,একজন ছাত্রকে গড়ে তোলার জন্য যার শাসন আর সোহাগ ছিল অন্যন্য। ইংরাজি,অংক ও বাংলায় যার জ্ঞান ছিল অপরিসীম। পরিবারের পক্ষ থেকে  প্রয়াত শিক্ষকের স্বরণে একটি ভবন নির্মাণের দাবি করা হয়। 


    প্রয়াত শিক্ষক গিরীন্দ্রনাথ পান্ডে, ১৯৯৬ সালে বর্তমান বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসর গ্রহন করেন। ১৯৬৬ সালে ওই বিদ্যালয়ে যোগদানের বছরখানেক পর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহন করেণ। 


    এর আগে উপজেলার কালিদাশখালি উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে কর্মরত ছিলেন। প্রথম শিক্ষকতা জীবন শুরু করেন ১৯৫৯ সালে রাজশাহীর গোদাগাড়ি উচ্চ বিদ্যালয়ে।  রাজশাহী কলেজ থেকে বিএ এবং ঈশ্বরদীর সাড়ামারোয়ারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেণ। তিনি সম্ভ্রান্ত পান্ডে পরিবারের হরিপদ পান্ডের ছেলে।## 


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728