সাভারে ৬০০ লিটার চোলাই মদসহ আদিবাসী দম্পতি আটক ||rajshahirdorpon24
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি :
ঢাকার সাভারে ৬০০ লিটার চোলাই মাদসহ ২ আদিবাসী দম্পতিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের নোয়াখালি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- ভিশন চাকমা (২৮) ও ফেন্সি চাকমা (২৭)। তারা স্বামী-স্ত্রী বলে দাবি করেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে হেমায়েতপুরের নোয়াখালী পাড়া এলাকায় একটি ভবনের ২য় তলার একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বিভিন্ন পাত্রে রাখা ৬০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। এসময় ফ্ল্যাট থেকে অবৈধ মদ প্রস্তুত ও বিক্রয়ের সাথে জড়িত থাকার অভিযোগে আদিবাসী দম্পতিকে (স্বামী-স্ত্রী) আটক করে পুলিশ।
এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া সাভার মডেল থানার ট্যানারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম বিপিএম পিপিএম বলেন, চোলাই মদ উদ্ধারের ঘটনায় সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
No comments