আড়ানী পৌর নির্বাচন ঃএবারো বিএনপি’র দলীয় মনোনয়ন পেলেন সেই তোজাম্মেল ||rajshahirdorpon24
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : ২০২১ সালের আগামী ১৬ জানয়ারী, বাঘা উপজেলার আড়ানী পৌরসভার অনষ্ঠিতব্য নির্বাচনে এবারেও মেয়রপদে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন তোজাম্মেল হক। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকেই বিএনপির দলীয় মেয়র প্রার্থী হিসেবে মনোনিত করা হয়েছে বলে এ তথ্য জানিয়েছেন,বিএনপির বাঘা উপজেলা কমিটির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু।
তিনি জানান, দ্বিতীয়ধাপে আগামী ১৬ জানুয়ারি ৬১টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৫৫টি পৌরসভায় মেয়র পদে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। এর মধ্যে রাজশাহীর আড়ানী পৌরসভায় তোজাম্মেল হকের নাম রয়েছে। শুক্রবার (১৮-১২-২০) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দলীয় সুত্রে জানা গেছে, ২০১৫ সালে পৌর সভার বিগত নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছিলেন তোজাম্মেল হক। সেই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিত সাবেক মেয়র নজরুল ইসলাম।##
No comments