বকেয়া বেতন না পাওয়ায় সাভারে পোশাক কারখানার শ্রমিকদের রাস্তা অবরোধ ||rajshahirdorpon24
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
বেতন না পাওয়ায় সাভারে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা রাস্তা অবরোধ করার কারণে গাড়ি চালক ও শ্রমিকদের মাঝে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে এসময় তিন শ্রমিকসহ আহত হয়েছে অন্তত পাঁচ জন।
সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে সাভারের বিরুলিয়ার বৌ বাজার এলাকার স্নো হোয়াইট কটন লিমিটেড গার্মেন্টসএর সামনে এ সংঘর্ষ ঘটনা ঘটে।
শিল্প পুলিশ বলছে, বিরুলিয়ার স্নো হোয়াইট কটন লিমিটেড গার্মেন্টস চাকুরী করে আসছিলো ১০০ বেশি শ্রমিক। পরে মালিকপক্ষ বিভিন্ন অজুহাতে শ্রমিকদের নভেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধ না করে আজ সকালে কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করে নোটিশ টাঙিয়ে দেন কারখানার মুল ফটকে। এসময় শ্রমিকরা সকালে কারখানায় কাজে যোগদান করতে এসে বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ করে বিরুলিয়া মিরপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে।
পরে একটি পাইভেট কারের চালক রাস্তা বন্ধ থাকায় শ্রমিকদের উপর চড়াও হয়। এসময় শ্রমিকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে গাড়ি চালক ও শ্রমিকদের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে এসময় গাড়ি চালক ও শ্রমিকসহ আহত হয় অন্তত পাঁচ জন।
পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌছে রাস্তা থেকে শ্রমিকদের সড়িয়ে দিলে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শ্রমিকদের অভিযোগ এক মাসের বকেয়া বেতন না পাওয়ায় তারা মানবেতর জীবন যাপন করছেন।
এবিষয়ে শিল্প পুলিশ ১ এর পরিদর্শক আউয়াল বলেন,শ্রমিকদের বেতন দেওয়ার জন্য তারা মালিক পক্ষের সাথে আলোচনা করে যাচ্ছেন।
No comments