Header Ads

  • সর্বশেষ খবর

    গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে ২০ বোতল ফেন্সিডিল আটক-১ ||rajshahirdorpon24

     

    গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে ২০ বোতল ফেন্সিডিল  আটক-১ 

    মোঃআতোয়ার রহমান, গাইবান্ধা প্রতিনিধি। 

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ গত ১৬ ডিসেম্বর  দিবাগত রাত অনুমান ০২.১৫ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ থানার এসআই আখতার,আরিফুল ও এএসআই মুশফিকদের সমন্বয়ে গঠিত ১টি টিম নিয়মিত চেকিং এর সময় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাঁটামোড় নামক স্থানে দিনাজপুর হতে ঢাকাগামী নাবিল পরিবহনের বাসে অভিযান চালিয়ে বাসযাত্রী মোর্শেদ (৩৭) পিতা আ: রাজ্জাক সাং কবরস্থান গেট(চকপাড়া), থানা সৈয়দপুর, জেলা-নীলফামারী এর সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ২০ বোতল ফেন্সিডিল সহ আসামী মোর্শেদ কে আটক করে। 


    গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান,উদ্ধার কৃর্ত মোট ২০ বোতল ফেন্সিডিলের মূল্য অনুঃ ১৪ হাজার টাকা। আসামীর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১টি মামলা রুজু হয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728