Header Ads

  • সর্বশেষ খবর

    সাভারে কুখ্যাত এক গরু চোর আটক ||rajshahirdorpon24

     


    মো শান্ত খান সাভার প্রতিনিধি :

    ঢাকার জেলা সাভারে কুখ্যাত এক গরু চোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে ওই চোরকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম।


    আটক ওই গরু চোরের নাম শাহিন হোসেন (৩৬)। তার বাড়ি পঞ্চগড় জেলার দ্বেবীগঞ্জ থানার মোসলেমপাইকান গ্রামে। সে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের কালীনগর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থেকে দীর্ঘদিন ধরে মানুষের গরু চুরি করে আসছিলো।


    পুলিশ জানায়, সাভারের রাজফুলবাড়িয়া, ভাকুর্তা, হারুরিয়া ও কাউন্দিয়া এলাকায় একটি গরু চোর সিন্ডিকেট মানুষের বাড়িতে হানা দিয়ে কয়েক লক্ষ টাকার বেশ কয়েকটি গরু চুরি করে আসছিলো। 


    পরে ভুক্তভোগীরা সাভার মডেল থানায় গরু চুরির লিখিত অখিযোগ দায়ের করলে পুলিশ গরু চোরকে আটক করতে মাঠে নামেন। কিন্তু চোররা ঘণ ঘণ স্থান পরিবর্তন করায় তাদেরকে আটক করা সম্ভব হচ্ছিলো না। পরে গতকাল উন্নত প্রযুক্তি ব্যবহার করে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুজন শিকদার পঞ্চগড় জেলার দ্বেবীগঞ্জ থানার মোসলেমপাইকান গ্রামে অভিযান চালিয়ে কুখ্যাত গরু চোর শাহিন হোসেনকে আটক করে। আটক গরু চোরকে তিন দিনের রিমান্ডের আবেদন করে দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।


    এ বিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ওই চোরের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তাদেরকেও আটক করতে অভিযান চলছে।


    এদিকে দীর্ঘদিন পরে হলেও ওই গরু চোরকে আটক করায় এলাকাবাসী পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728