রাজশাহীর তানোরে আমিনের মনোনয়নপত্র দাখিল ||rajshahirdorpon24
রাজশাহীর তানোরে আমিনের মনোনয়নপত্র দাখিল |
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও প্যানেল মেয়র মনোনয়নপত্র দাখিল করেছেন। জানা গেছে, ৩০ ডিসেম্বর বুধবার মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্যানেল মেয়র ও আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আমির হোসেন আমিন দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার ( ইউএনও) কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুন নবী বাবু চৌধুরী ও সম্পাদক রাম কমল সাহা, প্রচার সম্পাদক জিল্লুর রহমান ও আসলাম উদ্দিন, আবুল বাসার সুজন, কাঁমারগা ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী ফজলে রাব্বী ফরহাদ, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সাইফুল আলম মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো,আরিফ রায়হান তপন, আহম্মেদ সিজার, মোর্শেদুল মোনেনিন রিয়াদ ও জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসব নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করবেন বলে প্রতিজ্ঞা করেছেন। এদিন বিকেলে গোল্লাপাড়া বাজারের আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে উপজেলা চেয়ারম্যানের নেতৃত্ব দলীয় নেতাকর্মীদের নিয়ে
বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদের শহীদ মিনার চত্ত্বর দোয়া আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
এসময় মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং দেশ ও জাতীর মঙ্গল কামনায বিশেষ মোনাজাত করা হয়।
No comments