সাভারে বিনামূল্যে মার্শাল আর্ট শিখালো একটি বেসরকারী প্রতিষ্ঠান ||rajshahirdorpon24
সাভারে বিনামূল্যে মার্শাল আর্ট শিখালো একটি বেসরকারী প্রতিষ্ঠান |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি :
নারী পুরুষ ও সব বয়সী মানুষকে শক্রু পক্ষর হাত থেকে আত্মরক্ষায় সাভারে দুই হাজার ব্যক্তিকে বিনামূল্যে মার্শাল আর্ট শিখিয়েছেন একটি বেসরকারী প্রতিষ্ঠান। এক মাসের প্রশিক্ষণ শেষে সকালে সাভারের থানা রোড এলাকায় মার্শাল আট প্রশিক্ষণার্থীদের মাঝে সম্মাননা ও ক্রেষ্ট তুলে দেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।
বিনামূল্যে এ প্রশিক্ষণ দিয়েছেন চ্যাম্পিয়ন ক্যারাতে ডো নামের একটি প্রতিষ্ঠান। সবাইকে সম্মাননা ক্রেষ্ট দেওয়ার ব্যবস্থা করে দেন আরেক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ছবি ঘর।
No comments