Header Ads

  • সর্বশেষ খবর

    রাজশাহীর তানোরে স্কুলের ভবন নির্মাণে অনিয়ম ||rajshahirdorpon24

     


    তানোর(রাজশাহী)প্রতিনিধি

    রাজশাহীর তানোরের সীমান্তবর্তী  লতিফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, জনান,সিডিউল মোতাবেক কোনো কাজ হচ্ছে না, রাঁতের আঁধারে ঢালায়, রডের পরিমাণ কম এবং নিম্নমাণের ইটের খোয়া ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। এদিকে সিডিউল মোতাবেক কাজ দাবিতে এলাকার অভিভাকগণ ৬ ডিসেম্বর রোববার উপজেলা এলজিইডি প্রকৌশলী ও  নির্বাহী প্রকৌশলীর কাছে ডাকযোগে লিখিত অভিযোগ করেছেন।


    জানা গেছে, নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ( ইউপি) লতিফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভিতবিশিস্ট দুইতলা ভবন নির্মাণের দরপত্র আহবান করা হয় এতে ব্যয় ধরা প্রায় সাড়ে ৮৫ লাখ টাকা। এদিকে লট্রারিতে কাজের কার্যাদেশ পায় 

    নওগাঁ জেলার মেসার্স ইথেন কন্ট্রাকশন।কিন্ত্ত এলজিইডির কতিপয় কর্মকর্তার মদদে নানা কৌশলে তাদের কাজ করতে নিরুৎসাহিত করা হয়। এতে তারা বাধ্য হয়ে পানির দামে কার্যাদেশ বিক্রি করতে বাধ্য হয়।


     মেসার্স রাব্বানী এন্টার প্রাইজ কার্যাদেশ কিনে নির্মাণ কাজ শুরু করেছে তবে সিডিউল মোতাবেক কাজ হচ্ছে না বলে অবিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, সরেজমিন তদন্ত করলেই এসব অনিয়মের সত্যতা মিলবে। তিনি কাজের বিল পরিশোধের পুর্বে সরেজমিন কাজ পরিদর্শনের দাবি করেছেন। এবিষয়ে জানতে চাইলে উপজেলা এলজিইডি প্রকৌশলী নুরে আলম বলেন, তারা এখানো কোনো অভিযোগ পাননি, অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নিবেন।


     তিনি বলেন, এসব কাজে অনিয়মের কোনো সুযোগ নাই। এবিষয়ে জানতে চাইলে  ঠিকাদার গোলাম রাব্বানী বলেন, কোনো অনিয়ম করা হয়নি সারাদেশে যেভাবে কাজ হয় তারাও সেভাবে কাজ করছেন

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728