তানোরে মেয়র প্রার্থী আমিনের শো-ডাউন ||rajshahirdorpon24
তানোরে মেয়র প্রার্থী আমিনের শো-ডাউন |
আলিফ হোসেন,তানোর:
রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী, প্যানেল মেয়র ও ৮ বারের নির্বাচিত জনপ্রতিনিধি আমির হোসেন আমিনকে বরণ করতে স্মরণকালের সর্ববৃহত মোটরসাইকেল শো-ডাউন করা হয়েছে। এদিন ২৭ ডিসেম্বর রোববার উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নেতাকর্মী মোটর সাইকেল নিয়ে রাজশাহী বিমানবন্দরে সমবেত হলে বিমান বন্দর জনসুমুদ্রে পরিণত হয়ে উঠে।
জানা গেছে, ২৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মুন্ডুমালা পৌরসভা নির্বাচনে মেযর পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে আমির হোসেন আমিনের নাম ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাননীয় প্রধানমন্ত্রী এবং জননেত্রী শেখ হাসিনা, স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং মাননীয় প্রধানমন্ত্রী, দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামরুজ্জামান হেনার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শো-ডাউন শুরু করে মুন্ডুমালা বাজার চত্ত্বরে পথ সভার মধ্য দিয়ে সম্পন্ন হয়। পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক ও মেয়র প্রার্থী আমির হোসেন আমিন,চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান,কলমা ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, আবুল বাসার সুজন, কাউন্সিলর নাহিদ হাসান, আরিফ রায়হান তপন,
তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো, মুন্ডুমালা পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, মোর্শেদুল মোমেনিন রিয়াদ ও জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়াও প্রতিটি ওয়ার্ডের সভাপতি,সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
অপরদিকে আমিনের মনোয়নে এমপিবিরোধী বলে পরিচিত গোলাম রাব্বানী ও আব্দুল্লাহ আল-মামুন
শিবিরের রাজনীতির সুর্যাস্ত হয়েছে বলে মনে করছে নেতাকর্মীরা।
প্রধান অতিথি বলেন, মনোনয়ন যে কেউ চাইতে পারেন এটা দোষের কিছু নয়। তবে মাননীয় প্রধানমন্ত্রী যাকে যোগ্য মনে করেছেন তার হাতে নৌকা তুলে দিয়েছেন। তায় নেতাকর্মীদের মধ্যে যদি কোনো মতপার্থক্য থাকে তাহলে অতীতের সকল ভেদাভেদ মতপার্থক্য ও মান- অভিমান ভুলে সকল নেতাকর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। সকলকে মনে রাখতে হবে নৌকার বিজয় মানে মাননীয় প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধি জননেতা ফারুক চৌধুরী এমপি এবং মুক্তিযুদ্ধের চেতনার বিজয়, নৌকার বিজয় মানে গণতন্ত্র, উন্নয়ন ও মানবতার বিজয়।
তিনি বলেন, আমার বা আমাদের নেতাকর্মীর ভুল থাকতে পারে তবে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো ভুল নাই, তাই কারো উপর অভিমান করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বেঈমানী বা নৌকাকে ভোট বঞ্চিত করতে পারি না, আমাদের-আপনাদের সম্মেলিত প্রচেস্টায় বিপুল ভোটের ব্যবধানে নৌকার বিজয় নিশ্চিত করা হবে ইনশাল্লাহ্।
No comments