সাভারে র্যাবের অভিযানে জাল সার্টিফিকেট তৈরি চক্রের সদস্য আটক ||rajshahirdorpon24
সাভারে র্যাবের অভিযানে জাল সার্টিফিকেট তৈরি চক্রের সদস্য আটক |
মো শান্ত খান সাভার প্রতিনিধি
ঢাকার সাভারে অভিযান চালিয়ে রিয়াদ হোসেন মিঠু (৩২) নামের এক জাল সার্টিফিকেট তৈরি ও বিক্রয় চক্রের সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-২ এর উপ-পরিচালক ও কোম্পানি কমান্ডার মেজর এএইচএম আদনান তফাদার। এর আগে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সাভার পৌর এলাকার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা অন্ধ মার্কেটের ২য় তলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক রিয়াদ হোসেন মিঠু মৃত বারেকের ছেলে। প্রাথমিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সংবাদ বিজ্ঞপ্তির তথ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে ওই মার্কেটের কম্পিউটার পয়েন্ট অ্যান্ড ভ্যারাইটিজ স্টোরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি কম্পিউটার সেট, মোবাইল, একটি প্রিন্টার, একটি স্ক্যানার, ঢাকা শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫টি জাল সার্টিফিকেটসহ রিয়াদকে আটক করা হয়। সে দীর্ঘ দিন ধরে জাল সার্টিফিকেট তৈরি ও বিক্রয় করে আসছিলো।
র্যাব-৪ সিপিসি-২ এর উপ-পরিচালক ও কোম্পানি কমান্ডার মেজর এএইচএম আদনান তফাদার বলেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
No comments