Header Ads

  • সর্বশেষ খবর

    ধামরাইয়ে পোশাক শ্রমিক ধর্ষণের অভিযোগে কাজী গ্রেফতার ||rajshahirdorpon24

     

    ধামরাইয়ে পোশাক শ্রমিক ধর্ষণের অভিযোগে কাজী গ্রেফতার 

    মো শান্ত খান, সাভার প্রতিনিধি:

    ঢাকার ধামরাইয়ে পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী নামে এক কাজীকে গ্রেফতার করেছে পুলিশ।


    শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার এসআই সাইদুজ্জামান। এর আগে রাতে অভিযুক্ত ইউসুফ আলীকে গ্রেফতার করা হয়।


    গ্রেফতার কাজী ইউসুফ আলী ধামরাই পৌর এলাকার দক্ষিণ পাড়ার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে বিয়ে পড়ানোর কাজী হিসেবে দায়িত্ব পালন করতেন।


    ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, পোশাক শ্রমিক ওই ভুক্তভোগী নারীর সাথে প্রায় ১ বছর আগে স্বামীর বিবাহ বিচ্ছেদ হয়। পরে প্রায় ৮ থেকে ৯ মাস আগে ওই নারী ১ লাখ টাকা দেনমোহর ধার্য্য করে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ে সম্পন্ন হওয়ার পর কাজী কাবিননামায় মোহরানা বৃদ্ধি করার প্রলোভন দেখায়।


    পরে গত ৯ নভেম্বর সন্ধ্যায় ভুক্তভোগীকে কাবিননামায় মোহরানা ১ লাখ থেকে ৩ লাখ টাকা বাড়িয়ে দেয়ার কথা বলে কাজীর বাসায় ডেকে নেয়। পরে অনৈতিক প্রস্তাব দিলে রাজী না হওয়ায় জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভুক্তভোগী ওই নারী থানায় অভিযোগ দায়ের করলে রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।


    এ ব্যাপারে ধামরাই থানার এসআই সাইদুজ্জামান বলেন, অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা এজহারভুক্ত হয়েছে, মামলার নাম্বার- ৫। শুক্রবার (৪ ডিসেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728