রাজধানীর কল্যাণপুরে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক ||rajshahirdorpon24
রাজধানীর কল্যাণপুরে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি :
রাজধানীর কল্যাণপুরে একটি মিনি ট্রাকের ধানের বস্তা থেকে এক হাজার ৯৮৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪। শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে তাদেরটে আটক করা হয়। আটককৃতরা হলেন-আফাজ উদ্দিন (৩৩) ও রুবেল মিয়াকে (২৭)।
র্যাব-৪ জানায়, রাতে ওই এলাকায় একদল মাদক ব্যবসায়ী ফেন্সিডিল বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় র্যাব একটি মিনি ট্রাকে অভিযান চালিয়ে ধানের বস্তায় লুকানো অবস্থায় এক হাজার ৯৮৫ বোতল ফেন্সিডিলসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
র্যাব আরো জানান. প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে অবৈধভাবে বাংলাদেশে আসা ফেন্সিডিল ক্রয় করে অভিনব ও নিত্য নতুন কৌশল যেমন-মিনিট্রাকে ধানভর্তি বস্তায় ফেন্সিডিল বহনের মাধ্যমে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিলো বলে স্বীকার করেছে।
অন্যদিকে সাভারের ব্যাংক টাউন এলাকায় অভিযান চালিয়ে মাদক সজল মাহমুদ (২২), শাকিল গাজী (২০)ও আশিকুর রহমানকে (২০) আটক করেছে র্যাব ৪।
আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্রিষ্ট থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাব ৪।
No comments