পুঠিয়ার আশ্রয়ন প্রকল্পের অগ্রগতি পদির্শন করলেন জেলা প্রশাসক ||rajshahirdorpon24
পুঠিয়ার আশ্রয়ন প্রকল্পের অগ্রগতি পদির্শন করলেন জেলা প্রশাসক |
পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ার আশ্রয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক আব্দুল জলিল। শুক্রবার বিকাল ৪টায় উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বারইপাড়া গ্রামের মুসা খাঁ নদীর ধারে ভূমিহীন পরিবারদের জন্য নির্মাণাধীন বাড়িগুলো পরিদর্শন করেন এবং এর অগ্রগতির খোঁজখবর নেন। এর আগে আশ্রয়ণ প্রকল্পের কাছে পৌঁছানো মাত্রই ফুলের তোড়া দিয়ে জেলা প্রশাসককে বরণ করা হয়।
পরে পুঠিয়া-দুর্গাপুরের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনছুর রহমান ও স্থানীয় জনপ্রতিনিধিগনেরা উপস্থিত হন। এসময় জেলা প্রাশাসকের সাথে ছিলেন, এডিসি (রেভিনিউ)নজরুল ইসলাম, ডিআরআরও অমিনুল ইসলাম, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাস পিএএ, এসিকন সুমন চৌধুরী, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম ও পুঠিয়া উপজেলা নির্বাহী অফিস ও সহকারী কমিশনার (ভূমি) অফিসের কর্মচারীগণ। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানাগেছে, উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বারইপাড়া মুসা খাঁ নদীর ধারে ১৮টি পরিবারের জন্য দুই শত জমিসহ একটি আধাপাকা দুই কক্ষ বিশিষ্ট বাড়ি নির্মাণাধীন রয়েছে।
এসব বাড়ির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৭২ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রকল্প বাস্তবায়ন অফিস এবং তত্ত¡াবধায়ন করছে উপজেলা নির্বাহী অফিস ও উপজেলা প্রকৌশল অফিস। #
No comments