Header Ads

  • সর্বশেষ খবর

    সাভার ও আশুলিয়া থেকে তিনজনের লাশ উদ্ধার ||rajshahirdorpon24

     



    মোঃশান্ত খান সাভার প্রতিনিধি:

    পৃথক দুর্ঘটনায় সাভার ও আশুলিয়ায় দুই শিশু ও এক স্কুল ছত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।


    পুলিশ জানায়, রাতে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের কুমার খোদা আশ্রম প্রকল্প-২ এর পাশে মাহবুব আলম নামে এক ব্যক্তির মালিকানাধীন প্রকল্পের জন্য খুঁড়ে রাখা গর্তের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়।


    মৃত দুই শিশু হলো- সানাউল্লাহর ছেলে হাবিব (১০) ও রুহুল আমীনের ছেলে ইব্রাহিম (১২)। তারা দুজনই বাবার সঙ্গে ওই আবাসনে বসবাস করত।


    ওই আশ্রমের পাশে মাহবুব নামের এক ব্যক্তি জমি ভাড়া নিয়ে একটি প্রকল্পের জন্য চারপাশে সীমানা নির্ধারণ করে মাঝখানে বিশাল গর্ত করেন। ওই গর্তের পাশে খেলতে গিয়ে হাবিব ও ইব্রাহিম সেখানে জমে থাকা পানিতে পড়ে গিয়ে মারা যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে।


    অন্যদিকে আশুলিয়ার বিশমাইল জিরাবো সড়কে মোটরসাইকেল ও অটোরিকসা দুর্ঘটনায় দুই যুবক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের দ্রæত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করলে হৃদয় নামের (২০) কাঠগড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মারা যায়। এছাড়া হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অন্য আরেক যুবক। পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।


    এবিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক এএফএম সায়েদ বলেন, নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728