Header Ads

  • সর্বশেষ খবর

    ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে তুর্কি রাষ্ট্রদূতের সাক্ষাৎ ||rajshahirdorpon24

     

    ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে তুর্কি রাষ্ট্রদূতের সাক্ষাৎ 

    মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি :

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের সাথে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে। প্রতিনিধি দলের অন্য সদস্য হলেন টিকা'র প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইসমাইল গুনডগডু।


    আজ সচিবালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎকালে প্রতিনিধি দলকে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, তুরস্ক বাংলাদেশের বন্ধু প্রতীম দেশ। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের উন্নয়নে এবং যে কোনো দুর্যোগে তুরস্ককে পাশে পেয়েছে বাংলাদেশ। বিশেষ করে রোহিঙ্গা সংকট উত্তরণে তুরস্কের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।


    ডা. এনাম আরো বলেন, এদেশের প্রতিটি গৃহহীন পরিবার যাতে দুর্যোগ সহনীয় ঘর পায়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। প্রত্যেক ভূমিহীন পরিবারকে ২ শতাংশ জমি প্রদান পূর্বক সেখানে দুর্যোগ সহনীয় ঘর তৈরি করে দেয়ার কার্যক্রম শুরু করেছে সরকার। প্রতিটি ঘরের নির্মাণ খরচ প্রায় এক লাখ ৮০ হাজার টাকা। বর্তমান অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সারাদেশে ১৭ হাজার পাঁচটি ঘর তৈরি করে দিচ্ছে।


    তিনি বলেন, সারাদেশে প্রায় ৯ লাখ গৃহহীন পরিবারের তালিকা প্রস্তুত করা হয়েছে, যাদের সরকার দুর্যোগ সহনীয় ঘর তৈরি করে দিবে পর্যায়ক্রমে।


    তুর্কি রাষ্ট্রদূত দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের সাফল্যের প্রশংসা করেন। এদেশের উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে রাষ্ট্রদূত দুর্যোগ প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন। বিশেষ করে গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় ঘর তৈরির ক্ষেত্রে তারা বাংলাদেশ সরকারকে সহযোগিতা করবে বলে উল্লেখ করেন তিনি। তুরস্ক সরকার টিকা'র মাধ্যমে এই অর্থ অনুদান হিসেবে প্রদান করে। এসময় মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীন উপস্থিত ছিলেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728