স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে গোবিন্দগঞ্জে মানববন্ধন ||Rajshahirdorpon24
গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের মারিয়া সাহেববাড়ী গ্রামে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে বৃহস্পতিবার(১৭ডিসেম্বর) দুপুরে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইউপি সদস্য শরিফুল ইসলাম, করিম মোল্লা, মোর্শেদা বেগম, মল্লিকা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, ওই গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিন ও তার স্ত্রী রওশন আরার বিরুদ্ধে গত ৯ নভেম্বর পুলিশ মাদক উদ্ধারের মিথ্যা অভিযোগে একটি মামলা দায়ের করে।
মিথ্যা কথা বলে মামলার কাগজে স্থানীয়দের কাছ থেকে স্বাক্ষর নিয়েছে। রোওশন আরা ও হেলাল কোন মাদক ব্যবসায়ী নয়। পুলিশ প্রভাবিত হয়ে এই মামলা দায়ের করেছে। তাই অবিলম্বে মামলায় গ্রেফতার হওয়ায় রওশন আরার মুক্তি ও হেলালের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবী জানান।
No comments