Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় বুদ্ধি ও অটিষ্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী দিবস উদযাপন ||rajshahirdorpon24

     

    বাঘায় বুদ্ধি ও অটিষ্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী দিবস উদযাপন ||rajshahirdorpon24

    বাঘা (রাজশাহী) প্রতিনিধি :

    প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি, নতুন করে টেকসই বিশ্ব গড়ি ”কোভিট -১৯ প্রেক্ষাপটে এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলার পৌর এলাকায় অবস্থিত বাঘা বুদ্ধি ও অটিষ্টিক প্রতিবন্ধী বিদ্যালয়,দুরত্ব বজায় রেখে ২৯ তম  আন্তর্জাতিক  ও ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করে। 


    বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্যকালে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, বিচিত্র অদম্য শিক্ষার্থীর কথা সংবাদ মাধ্যমে আসে। সবার কথা হয়তো সংবাদ মাধ্যমে আসেও না। যাদের অনেকেই দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও তাদের সংগ্রাম, দৃঢ় মনোবল আর মনের শক্তি দিয়ে সাফল্যের শিখরে পৌঁছেছে। শারীরিক কোনো বাধাই তাদের এগিয়ে যাওয়ার পথ আটকাতে পারেনি। সরকারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অনেকের সহযোগিতার কারণেই উদ্যম আরো বেড়েছে।


     সুইট বাংলাদেশ,বাঘা শাখার সহসভাপতি নিজামুল হুদা বলেন, মানুষের মাঝে সামাজিক সচেতনতা তৈরি হয়েছে বলেই, আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে অভিভাবকরাও সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে আগ্রহী হচ্ছেন। যার ফলে পড়াশোনা করে কেউ সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন। কেই হয়েছেন বড় শিল্পী।


       প্রধান শিক্ষক মাজেদুল ইসলাম ও ফাতেমা খাতুন লতার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা সিরাজুল ইসলাম মন্টু,মাসুদ রানা তিলু, পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, পৌর যুবলীগের সভাপতি শাহিন আলম,শিক্ষা অফিসার আবু হামিদ মোঃ ওয়ালি উদ্দীন,সমাজ সেবা দপ্তরের সুপার ভাইজার আব্দুর রহিম,মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সেন্টুসহ গন মাধ্যম কর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও অভিাবকরা। এর আগে প্রতিবন্ধীদের নিয়ে কেক কাটেন, এজেন্ট ব্যাংক এশিয়া,বাঘা শাখার ম্যানেজার সুজিত কুমার বাকু পান্ডে, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলামসহ প্রতিষ্ঠানটির কর্মরত শিক্ষকগন। 


    অপরদিকে সমতা নারী কল্যাণ সংস্থার পিএইচআরপিবিডি প্রকল্প, এর আয়োজনে র‌্যালি শেষে মনিগ্রাম ইউনিয়ন পরিষদ মাঠে, চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ##


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728