Header Ads

  • সর্বশেষ খবর

    আজ সাংবাদিক তানভির হাসান রাব্বির জন্মদিন ||Rajshahirdorpon24

     



    মো: শান্ত খান সাভার প্রতিনিধি:

    সাংবাদিক মোঃ তানভির হাসান রাব্বির জন্ম দিন আজ। জন্ম দিনে  বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির্বগ, ব্যাবসায়ী বৃন্দ, সংস্কৃতি র্কমী , সংবাদর্কমীসহ সমাজের বিভিন্ন স্তরের মাণুষ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেণ।


    মোঃ তানভীর হাসান রাব্বি বলেন আমার জন্মদিনে যারা আমাকে শুভেচ্ছা ও ভালাবাসায় সিক্ত করেছেন তাদের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি । আল্লাহতায়ালা আমাকে যতদিন বাচিয়ে রেখেছেন ততদিন আমার সাধ্য অনুযায়ী অসহায়দের সাহায্যের চেস্টা করবো।


    মোঃ তানভীর হাসান রাব্বি জন্ম দিনে শুভেচ্ছা জানিয়েছেন লায়ন বাংলা নিউজ, দৈনিক স্বাধীনমত, বার্তা মেলা, সহ পত্রিকায় র্কমরত সাংবাদিকগন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728