Header Ads

  • সর্বশেষ খবর

    সাভার নৌকার মেয়র প্রার্থী হতে চান ৩ বারের কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম মানিক মোল্লা ||rajshahirdorpon24

     


    মো শান্ত খান( তানভীর) সাভার প্রতিনিধি

    সাভার  পৌর সভায় আ’লীগের দলীয় মেয়র প্রার্থী হবেন ৩ বার নির্বাচিত কাউন্সিলর সাভার  পৌর আ’লীগ সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মানিক মোল্লা । এবার তিনি সাভার  পৌর সভায় আ’লীগ দলীয় মনোনয়ন নিয়ে মেয়র পদে নির্বাচন করার প্রস্তুুতি নিতে শুরু করেছেন।


    সাভার  পৌর আ’লীগ সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মানিক মোল্লা  সাভার  পৌর  ২নং ওয়ার্ড থেকে  ৩ বার নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।  তিনি বাধাইড়   বর্তমানে সাভার  পৌর সভার ২নং ওয়ার্ড পর পর ৩ বার নির্ববচিত কাউন্সিলর   হিসেবে সাধারণ জনগনের মধ্যে ক্লিন ইমেজ ও পরিচ্ছন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা হিসেবে ব্যাপক জনপ্রিয়। 


    সাদা মনের মানুষ হিসেবে এবং মুখের উপর সদাসত্য কথা বলা মোঃ নজরুল ইসলাম মানিক মোল্লা পর পর ৩ বার নির্বাচিত জনপ্রতিনিধি ও আ’লীগ নেতা হিসেবে এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডসহ জনসাধারনের কাছে তার ব্যাপক জনপ্রিয়তার আলোচনা রয়েছে। সেই সাথে বিভিন্ন সামাজিক কর্মকান্ড এলাকার গরীব মানুষের সাথে তার নিবিড় সম্পর্ক রয়েছে।


    করোনার মহামারীর সময়ে সাভার  পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মানিক মোল্লা  ও নিজস্ব তহবিল থেকে এবং স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান হটলাইনের খাদ্যসামগ্রী এলাকার জনসাধারনের বাড়ি বাড়ি পৌছে দেয়াসহ বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডের দায়িত্ব পালন করেছেন। 


    ফলে, হাই কমান্ডসহ স্থানীয় আ’লীগ নেতা-কর্মি সমর্থকরা বলছেন সাভার  পৌরসভায় এবার মোঃনজরুল ইসলাম মানিক মোল্লা  হচ্ছেন আ’লীগ দলীয় মেয়র প্রার্থী। মোঃ নজরুল ইসলাম মানিক মোল্লা কে আ’লীগ দলীয় মনোনয়ন দেয়া হবে শীর্ষ ও স্থানীয় পর্যায়ের নেতাদের গ্রীন সিগনাল পেয়ে তিনি প্রতিনিয়ত স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মি সমর্থকসহ সাধারণ ভোটারদের সাথে যোগাযোগ রক্ষার পাশাপাশি মেয়র পদে নির্বাচন করার প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি। 


    এবিষয়ে সাভার  পৌর আ’লীগ সাধারণ সম্পাদক আগামী সাভার  পৌর নির্বাচনে  আ’লীগ দলীয় মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী মোঃ নজরুল ইসলাম মানিক মোল্লা  বলেন, দীর্ঘদিন থেকে আ’লীগের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে সামনের কাতারে থেকে লড়াই সংগ্রাম করে আসছি। এবার সাভার  পৌর সভায় মেয়র পদে আ’লীগ দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশা করছি আশা করছি আমাকে মনোনয়ন দেয়া হবে। 


    তিনি বলেন, জীবনের অর্ধেক সময় পার করে ফেলেছি নির্বাচিত হয়ে জনগনের সেবায়, চেষ্টা করেছি জনগনসহ দলীয় নেতা-কর্মির পাশে থেকে সেবা করার। কতটুকু পেরেছি সেটা জনগনই বলবে। তবে, তিনি আরো বলেন দল যাকে যোগ্য মনে করবে তাকে মনোনয়ন দিবে আর তিনিও মনোনয়ন প্রত্যাশী জানিয়ে যাকে মনোনয়ন দেয়া হবে তার পক্ষেই থাকবেন বলেও জানান তিনি।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728