Header Ads

  • সর্বশেষ খবর

    সাভারে এক কৃষকের ১১ মাসের স্বপ্ন পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ||rajshahirdorpon24

     


    মো শান্ত খান সাভার :

    সাভারে এক কৃষকের সাড়ে পাঁচ বিঘা জমির ফসল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আগাছা দমনের ঔষধ ছিটিয়ে ফসল নষ্ট করায় পথে বসার উপক্রম হয়েছে সাভারের দক্ষিণ ঝাউচর গ্রামের বর্গাচাষী জহিরুল ইসলামের।


    দীর্ঘ ১৪ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে কৃষি কাজে মনোনিবেশ করেন জহিরুল। চরচামটা আনন্দবাজার গ্রামে পাঁচ বিঘা জমি পত্তন নিয়ে শালগমের আবাদ করেছিলেন তিনি।সকালে জমিতে গিয়েই পুড়ে যাওয়া ফসল দেখে মূর্ছা যান জহিরুল।



    তিনি জানান, ১১ মাস আগে ধারদেনা করে সাড়ে তিন লাখ টাকা ব্যায়ে শালগমের আবাদ করলেও আগাছানাশক কীটনাশক ছিটিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে গোটা জমির ফসল। ফসল তোলার সময় হয়েছিল। এখন আমার সবকিছু শেষ হয়ে গেছে। কিভাবে ধার দেনা শোধ করবো কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন জহিরুল।



    স্থানীয়রা জানান, আগে যারা জমি পত্তন নিয়েছিলেন তারা সময় মত টাকা পরিশোধ না করায় জমির মালিক নতুন করে জহিরুলকে সেই জমি পত্তন দেবার পর থেকেই নানাভাবে হুমকির সম্মুখীন হয়েছিলেন তিনি। পূর্বে যারা চাষাবাদ করতেন তারাই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে ধারণা জহিরুলের।


    এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728