আশুলিয়ায় প্রতারক চক্রের ৩ সদস্য আটক, ভুক্তভোগী ১৫ জনকে উদ্ধার ||rajshahirdorpon24
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি :
সাভারের আশুলিয়ায় সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব-৪ এর একটি দল। এসময় প্রতারণার শিকার ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) রাত ৯ টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার।
এর আগে, একই দিন বিকাল ৩ টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এ এস এস প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- রাম চন্দ্র হালদারের ছেলে রবিন হালদার (১৯), লিয়াকত আলীর ছেলে লাবিব (১৯) ও শাহজাহান আলীর ছেলে রাসেল মাহমুদ (২৪)।
র্যাব-৪ সূত্রে জানা গেছে, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে প্রতারণার কথা জানতে পেরে জামগড়ায় অবস্থিত এ এস এস প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়। এসময় প্রতারণার শিকার ১৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। অভিযান কালে ২০ কপি অঙ্গিকার নামা, ২০০ কপি নিয়োগ বিজ্ঞপ্তি, ৪ টি মুঠোফোনসহ অন্যান্য কাগজ পত্র জব্দ করা হয়।
এ বিষয়ে র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার বলেন, প্রতারক চক্রের সদস্যরা নতুন কৌশল করে সাধারণ মানুষের কাছে টাকা হাতিয়ে নিচ্ছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
No comments