রাজধানীতে ক্যান বিয়ার ও ফেনসিডিলসহ সাত মাদক ব্যবসায়ী আটক!||rajshahirdorpon24
রাজধানীতে ক্যান বিয়ার ও ফেনসিডিলসহ সাত মাদক ব্যবসায়ী আটক! |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি :
রাজধানীর পূর্ব শেওড়াপাড়া এলাকা থেকে ২ হাজার ক্যান বিয়ার ও ৯ বোতল বিদেশি মদসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪।
বুধবার (২৩ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিতিত্বে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলেন-সোহাগ আহমেদ (৩৪), সাগর মৃধা (২৮), শরিফুল আমিন (৩৭), আনোয়ার চকদার (৩০), জাহাঙ্গীর দেওয়ান (৩২), মনিরুল ইসলাম (৩৫), চার্লস সরকার (৫৫)।
এবিষয়ে র্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পূর্ব শেওড়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ক্যান বিয়ার, ৯ বোতল বিদেশী মদ, ১১ টি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ৬০ হাজার ১৬৩ টাকা উদ্ধার করা হয়।
আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি
No comments