তানোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহ ||rajshahirdorpon24
তানোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহ | |
তানোর(রাজশাহী)প্রতিনিধি
রাজশাহীর তানোরের বাঁধাইড় ইউনিয়নের (ইউপি) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে (এলজিএসপি) প্রকল্পের অর্থায়ণে উঁচ-নিচু বেঞ্চ সরবরাহ করা হয়েছে। জানা গেছে, ১৮ ডিসেম্বর শুক্রবার স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে বাঁধাইড় ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আতাউর রহমান সংশ্লিস্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে এসব বেঞ্চ সরবরাহ করেছেন।
জুমারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ০৮ সেট,নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে ১০ সেট, বৈদ্যপুর দারুস সালাম দাখিল মাদ্রাসায় ১০ সেট এবং হাপানিয়া দোগাছী জান্নাতুল উলুম আলিম মাদ্রাসায় ১০ সেট মোট ৩৮সেট উন্নত মাণের উঁচু-নিচু বেঞ্চ সরবরাহ করা হয়।
No comments