সাভারে র্যাবের অভিযানে জেএমবি’র সক্রিয় দুই সদস্য গ্রেফতার ||rajshahirdorpon24
সাভারে র্যাবের অভিযানে জেএমবি’র সক্রিয় দুই সদস্য গ্রেফতার |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি :
সাভারে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে জামাত-উল- মুজাহিদীনের (জেএমবি’র) দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৩। শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে তাদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এদের মধ্যে একজন একই ধরনের কর্মকান্ড পরিচালনা করায় ২০১৭ সালে গ্রেফতার হয়েছিল। পরে ৭ দিনের রিমান্ড আবেদন করে তাদেরকে আদালতে পাঠানো হয় বলে নিশ্চিত করেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে আশুলিয়ার কুন্ডলবাগ এলাকার পুকুরপাড় ও সাভারের উলাইল এলাকার কর্ণপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার জঙ্গি সদস্যের একজন রাজবাড়ী জেলা সদর থানার নিকবর শেখের ছেলে আহসান হাবিব (২৭) ও অপরজন ঠাকুরগাঁও সদর থানার খামার ভোপলা এলাকার আব্দুস সাত্তারের ছেলে আলমগীর হোসেন (২৭)। তারা দুই জনেই জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য। এরমধ্যে আহসান হাবিব ২০১৭ সালে গ্রেফতার হয়েছিল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে আহসান হাবিব পালানোর চেষ্টা করে। পরে কৌশলে তাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যমতে আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে অপরজন আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। আলমগীর আহসান হাবিবের সহযোগী। এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও পিডিএফ ফাইলে সংরক্ষিত জিহাদি বইয়ের ৫০ পাতা স্ক্রিন শট উদ্ধার করা হয়।
র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, আহসান হাবিব এর আগেও একই ধরনের অপরাধে গ্রেফতার হয়েছিলেন। তিনি জামিনে বের হয়ে আবার এই অপরাধে জরিয়ে পরেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করে দুপুরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
No comments