আড়ানী পৌর নির্বাচন ঃ দলীয় মনোনয়ন পেলেন আ’লীগের শহীদুজ্জামান বিএনপি’র তোজাম্মেল ||rajshahirdorpon24
বাঘা(রাজশাহী) প্রতিনিধি ঃ
আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার নির্বাচনে মেয়রপদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন আড়ানি পৌর আ’লীগের সভাপতি মোঃ শহীদুজ্জামান। বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন অবিভক্ত আড়ানি ইউনিয়নের সাবেক সভাপতি তোজাম্মেল হক। দলীয় প্রতীকে প্রতিদ্বদ্বিতা করবেন তারা ।
শুক্রবার (১৮-১২-২০) দু’দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের নাম ঘোষনা করা হয়েছে বলে দলীয় সুত্রে নিশ্চিত হওয়া গেছে।
উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল জানান, ২০১৫ সালে পৌর সভার বিগত নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছিলেন বর্তমান মেয়র পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী। এবার পৌর আ’লীগের বর্ধিত সভায় দলের ৮জন আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। এদের মধ্যে কেন্দ্র থেকে দলীয় ফরম উত্তোলন করেছিলেন ৬জন। দলীয় মনোনয়ন পেয়েছেন মোঃ শহীদুজ্জামান।
বিএনপির বাঘা উপজেলা কমিটির আহŸায়ক ফকরুল হাসান বাবলু জানান, পৌর সভার বিগত নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছিলেন তোজাম্মেল হক। এবার ৩জনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছিল। এর মধ্যে দলীয় মনোনয়ন পেয়েছন তোজাম্মেল হক। সুত্রে জানা গেছে, বিগত নির্বাচনে আওয়ামীলীগের একক প্রার্থী থাকলেও নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র নজরুল ইসলাম।
আ’লীগের আশরাফুল ইসলাম বাবুল ও বিএনপির ফকরুল হাসান বাবলু জানান, দলের হাই কমান্ডের নির্দেশ মতে নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না।
নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, গত বৃহসপতিবার মেয়র পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন,আওয়ামীলীগ দলীয় ৪জন। এরা হলেন- বর্তমান মেয়র মুক্তার আলী, পৌর আ’লীগের সভাপতি মোঃ শহীদুজ্জামান, পৌর আ’লীগের সাধারন সম্পাদক মতিউর রহমান,আড়ানি পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহম্মেদ বাপ্পি।
মেয়র পদে বিএনপি দলীয় ৩জন হলেন- ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, সাবেক পৌর প্রশাসক ও সাবেক মেয়র নজরুল ইসলাম ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সুজাত আহম্মেদ তুফান। উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম জানান, মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র যাছাই-বাছাই ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৩০ ডিসেম্বর।##
No comments