তানোরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ ||rajshahirdorpon24
তানোরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ |
তানোর(রাজশাহী)প্রতিনিধি
রাজশাহীর তানোরে স্থানীয় সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে মুজিব কোট ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
জানা গেছে, ২৮ ডিসেম্বর সোমবার উপজেলা শহীদ মিনার চত্ত্বরে স্থানীয় সাংসদের পক্ষ থেকে তার প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বীর মুক্তিযোদ্ধাদের মাঝে এসব মুজিব কোট ও শীতবস্ত্র বিতরণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সুশান্ত কুমার মাহাতো,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) স্বীকৃতি প্রামানিক, তানোর থানার অফিসার ইন্চার্জ ওসি রাকিবুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিকুল ইসলাম, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, মোর্শেদুল মোমেনিন রিয়াদ ও জাহাঙ্গীর আলম প্রমুখ।
No comments