বাঘায় জয়িতা সম্বর্ধনা পেলেন ৫ নারি ||rajshahirdorpon24
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
বাঘায় বিভিন্ন ক্যাটাগরিতে জয়িতা ৫ নারিকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক নারি নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবসে উপজেলা নির্বাহি অফিসারের সম্মেলন কক্ষে তাদের সম্বর্ধনা দেওয়া হয়।
এরা হলেন-অর্থনৈতিক বিষয়ে উপজেলার জোতকাদিপুর গ্রামের জায়েদা বেগম, শিক্ষা ও চাকরির বিষয়ে হেলালপুর গ্রামের মনিরা খাতুন, সফল জননী নারি- নওটিকা গ্রামের সফুরা খাতন, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্দামে জীবন শুরু- চকনারায়ণপুর গ্রামের মিনতি রানী, সমাজ উন্নয়নের অসামান্য অবদান রাখায় দক্ষিণ মিলিক বাঘা গ্রামের হোসনে আরা বেগম। সম্মাননা হিসেবে তাদের ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু।
উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ কামাল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন প্রমুখ। এর আগে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
No comments