সাদুল্লাপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গৃহবধূর ||rajshahirdorpon24
ফাইল ফটো |
গাইবান্ধা প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় মা মরলেও অলৌকিকভাবে বেঁচে গেছে স্বামীসহ দুই শিশু সন্তান! গাইবান্ধার সাদুল্যাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রীর কোলে থাকা দুই শিশু সন্তান মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে শুধু নিহত হন মা সাথি বেগম। আর অলৌকিকভাবে বেঁচে যায় কোলে থাকা দুই শিশু সন্তান ও তার স্বামী।
রবিবার দুপুরের আগে সাদুল্যাপুর-মাদারগঞ্জ সড়কের বড় জামালপুর গ্রামের তালেবের চাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সাথী বেগম (২৭) উপজেলার জামালপুর ইউনিয়নের আরাজী জামালপুর গ্রামের রমজান আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আরোহী রমজান আলী তার স্ত্রী সাথী ও দুই ছেলেকে মোটরসাইকেলে নিয়ে সদর উপজেলার সাহারবাজারে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে একটি ইঞ্জিনচালিত অটোভ্যানকে সাইড দিতে গেলে সাথী কোলের দুইমাসের সোয়ান ও আরেক ছেলে সিয়ামকে (১১) নিয়ে ছিটকে রাস্তায় পড়ে যান। এসময় ছিটকে রাস্তায় পড়ে ইট ভাঙা মেশিনের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন সাথী বেগম। পরে স্থানীয়রা সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগরণকে বলেন, মরদেহ সাদুল্লাপুর থানা থেকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় নিহতের স্বামী রমজান ও দুই ছেলের কোনো ক্ষতি হয়নি।
No comments