Header Ads

  • সর্বশেষ খবর

    রং তুলির আচরে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ ||rajshahirdorpon24

     

    রং তুলির আচরে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ 


    মো শান্ত খান সাভার 

    ৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বাঙালি জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করবে বীর শহীদদের। সেজন্য ধুয়ে মুছে রং তুলির আচরে প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে এ বছর ২৬ মার্চে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে পারেননি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ কেউই। এ বছর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গণে না এলে তাদের পক্ষ থেকে প্রতিনিধিরা শ্রদ্ধা জানাবেন বলে জানিয়েছে স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।


    শ্রদ্ধা নিবেদনের জন্য এখন পুরোপুরি প্রস্তুত স্মৃতিসৌধ। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করবেন। এসময় তাদেরকে দেওয়া হবে তিন বাহিনীর গার্ড অব অনার। এর পর মন্ত্রী পরিষদ সদস্য কুটনৈতিক কোরের ডিন, মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণী পেশার মানুষ বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।


    ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধসহ সাভার ও আশুলিয়ায় কয়েক স্তরের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্মৃতিসৌধে কন্ট্রোল রুমের মাধ্যমে বসানো হয়েছে সিসি টিভি ক্যামেরা। বাড়ানো হয়েছে সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা।


    স্মৃতিসৌধের প্রধান ফটক ও দ্বিতীয় ফটকের সামনে সড়কের ডিভাইডারে রং করা হয়েছে। ফটকগুলোর ভেতরে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করতে বড় করে মেশিন স্থাপন করা হয়েছে। এদিকে স্মৃতিসৌধে তিন বাহিনীর গার্ড অব অনারের কার্যক্রম পরিদর্শন করেছেন সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীন।


    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিক্তি সচিব কাজী ওয়াছি উদ্দিন বলেন, অনেক আগে থেকেই মহান বিজয় দিবস উদযাপনের জন্য জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কাজ করে যাচ্ছে আমাদের কর্মকর্তা-কর্মচারীরা। এখন শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত।


    এছাড়া জনসাধারণের প্রবেশ ১৫ তারিখ পর্যন্ত পুরোপুরি নিষেধ। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে সবকিছু করা হচ্ছে বলেও জানান তিনি।


    ১৬ ডিসেম্বর উপলক্ষে স্থানীয় পুলিশ প্রশাসন ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও মুঠোফোনে পুলিশ কর্মকর্তারা বলেন, ১৬ ডিসেম্বর উপলক্ষে স্মৃতিসৌধ বা এর আশেপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728