তানোরে বড়দিন উদযাপনে ২৬ লাখ টাকা অনুদান ||Rajshahirdorpon24
তানোর(রাজশাহী)প্রতিনিধি
রাজশাহীর তানোরে খ্রিস্টান ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব বড়দিন-২০২০ উদযাপনে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার জিআর প্রকল্প থেকে প্রায় ২৬ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
জানা গেছে, ১৭ ডিসেম্বর বৃহস্প্রতিবার তানোর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন এবং উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে উপজেলা হলরুমে আয়োজিত জিআর প্রকল্পের ডিও এবং টাকা
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) তারিকুল ইসলাম, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ও বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ। এদিন উপজেলার ১১৪টি গির্জার প্রত্যেকটিতে ২২ হাজার ৩৮৩ টাকা করে মোট ২৫ লাখ ৫১ হাজার ৬৬২ টাকা প্রদান করা হয়েছে।
No comments