বাঘায় জমি দখল করে রাতের আধারে ঘর নির্মাণের অভিযোগ ||rajshahirdorpon24
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় জমি দখল করে রাতের আধারে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ভুক্তভুগি হাসানুজ্জামান মঙ্গলবার (০৮-১২-২০২০) বাঘা থানায় অভিযোগ করেছেন।
উপজেলার জোতজয়রাম গ্রামের বাসিন্দা হাসানুজ্জামান জানান, তিনি তার ফুফু এবং দাদির কাছে থেকে দলিল মুলে জমি কিনে দীর্ঘদিন থেকে ভোগ দখল করে আসছেন। সোমবার রাতে সেই জমি দখল করে টিনের সাপরা ঘর নির্মাণ করেছেন, একই গ্রামের সুলতান আহম্মেদ, জহুরুল ইসলাম, আশরাফুল ইসলাম, আনোয়ার হোসেন, মিজানুর রহমান। বিষয়টি জানতে চাওয়ায়, উল্টো তাকেই বিভিন্নভাবে হুমকি দিয়েছে প্রতিপক্ষরা। নিরুপায় হয়ে থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। প্রতিপক্ষদের একজন সুলতান আহম্মেদ দাবি করে বলেন, জমির কাগজ পত্রের বলে দখল করেছেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।
No comments